প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেই দলে ফিরলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় থেকে সরে দাঁড়িয়েছেন জো ডেনলি। বিশ্রাম দেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকে৷
দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন রুট। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন বেন স্টোকস।
বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠক করেন রুট। তিনি বলেন, জো ডেনেলি দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ইংল্যান্ডের হয়ে জাক ক্রোলি ৩ নম্বরে ব্যাট করবে। কাউকে জায়গা ছেড়ে দেওয়া কখনও সহজ সিদ্ধান্ত নয়। ডেনলি একটি দুর্দান্ত কাজ করেছে।
প্রথম টেস্ট থেকে ইংল্যান্ডের বোলিং লাইনআপে কোনও পরিবর্তন হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুট বলেন, এই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। কিছু জিনিস পরিষ্কার হওয়ার দরকার রয়েছে।
রুট জানান, প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের সর্বোচ্চ রানের ইনিংস খেলা জাক ক্রোলিকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে তুলে আনা হচ্ছে। দল নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনার কারণে এদিন রুটের প্রাক ম্যাচ সংবাদিক বৈঠক ৯০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছিল।
ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার বলেন, আমাদের উপর কোনও চাপ নেই। আমরা অফ ফিল্ডের আওয়াজে জড়িয়ে পড়ি না। সিরিজটি এখনও অনেক বাকি। ১০ দিনের ক্রিকেট বাকি রয়েছে। ইংল্যান্ড খুব ভালো দল, তাদের বিশ্বমানের কিছু খেলোয়াড় রয়েছে। আমরা মনে করি না, একটি ম্যাচ জিতে আমাদের কাজ শেষ হয়ে গেছে।