১১ই মে ‘অকশন ফর অ্যাকশন’ পেজে প্রথম সেঞ্চুরির ব্যাট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার কথা ছিল মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের সাবেক অধিনায়ক নিলামের ভিত্তিমূল্য চেয়েছিলেন ১৫ লাখ টাকা। রাজি হয়নি এতে আয়োজকরা।
এছাড়া সাকিব আল হাসানের ঐতিহাসিক ব্যাটের মূল্য মাত্র ২০ লাখ টাকা দেখে অবাক হয়েছিলেন, মুশফিকের ব্যাটের নিলামে ভুয়া বিডারদের কারণে তৈরি হয়েছে বিতর্ক।
নানা জতিলতায় তাই সিদ্ধান্ত নিয়েছেন, নিলামে ব্যাট তুলবেননা তিনি।
আশরাফুল বলেন, ‘হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যাট নিলামে তুলবো না। কারণ আমি মনে করছি ব্যাটের প্রত্যাশিত দাম যা আমি আশা করছি, তা পাবো না। যদি অল্প টাকা আসে বেশি মানুষের সেবা করতে পারবো না আমি। বেশি মানুষের সেবা করতে যদি নাই পারি তাহলে আমার দুটি ঐতিহাসিক ব্যাট কেন ছেড়ে দেবো? এই টাকা তো আমি নিজের ফান্ড থেকেই খরচ করতে পারি। এখন পর্যন্ত অনেক করেছিও।’