করোনা সংক্রমণের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। এমন অবস্থায় প্রায় ফাঁকা সব রাস্তাঘাট। তবে এসব কিছু ফাঁকা থাকলেও এবার ঘটেছে অন্যরকম ঘটনা।
ভারতের মহারাষ্ট্রে তেকদি এলাকায় ঘরেই মিলেছে বিরল প্রজাতির চিতল হরিণ!
ওই বাড়ির গৃহকর্তা প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। রাত তখন দেড়টার দিকে একটা প্রবল আওয়াজে চমকে উঠেছিলেন ওই বাড়ির মানুষ। টিনের শেড ভেঙে বাড়িতে পড়ে গিয়েছে একটি চিতল হরিণ।
While everyone in the area was shocked and were woken up by the loud noise and commotion…no one cud imagine a deer crashing through the roof. The deer cud hav possibly come tumbling down perhaps after being chased by a leopard as the slum is adjacent to IIT Powai pic.twitter.com/WZAGAMMwLD
— Virat A Singh (@tweetsvirat) May 10, 2020
দ্রুতই খবর দেওয়া হয় বন দফতরে। দফতরের আধিকারিকরা এসে হরিণটিকে উদ্ধার করেন। তাঁরা জানিয়েছেন, সম্ভবত হরিণটিকে কোনও লেপার্ড তাড়া করেছিল। তখনই হরিণটি প্রাণ বাঁচাতে লোকালয়ে ঢুকে পড়ে। আইআইটি বম্বে সংলগ্ন হনুমান তেকদির বস্তির একটি বাড়িতে ছাদ ভেঙে পড়ে যায়।
এই দিকে, ঘরের মধ্যে হরিণ বসে থাকার এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেন বাড়ির সদস্যরা। ভিডিও করে রাখা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা গিয়েছে, হরিণটি যেখানে বসে রয়েছে তার পাশের গ্যাসের সিলিন্ডার, স্টিলের আলমারি, ফ্রিজ, টিভি এবং বিছানা।
‘বাসিন্দারা খবর দেওয়ার পরেই হরিণটিকে উদ্ধার করে সঞ্জয় গান্ধি ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সুস্থ হওয়ার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে’।
সূত্র: এই সময়।