বরিশালে ‘দোস্ত এইডে’র ত্রাণ বিতরণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


দেশে চলমান করোনা পরিস্থিতি সেইসাথে পবিত্র রমজান মাস উপলক্ষে এবার বরিশালের মুলাদী উপজেলার রামারপোল গ্রামে কর্মহীন অসহায় মানুষের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

আজ মঙ্গলবার (১২ মে) স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এ বিষয়ে জানতে চাইলে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন জানান, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং ঈদের আগ পর্যন্ত দেশের প্রায় ২৫ হাজার মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দেব। সেইসাথে ঈদে গরিব ও এতিম শিশুদের জন্য বিতরণ করা হবে ঈদ গিফট।

বরিশালে 'দোস্ত এইডে'র ত্রাণ বিতরণ

 

এসময় বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ ডজন করে ডিম।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, প্রায় সারা বছরজুড়েই আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম চলে। কিন্তু এবার করোনার সংক্রমণের কারণে আমরা ফুড প্যাকেট বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। এ কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।

এর আগে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বগুড়া ও কক্সবাজারে ২ হাজার পরিবারের ১০ হাজার মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এছাড়া আরো ১৫ হাজার মানুষের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী বিতরণ করা হবে বলেও জানিয়েছে দোস্ত এইড।

এরই মধ্যে জামালপুরে জেলায় জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামের ২ হাজার মানুষদের মধ্যে স্যানিটাইজার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে দোস্ত এইড।