করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সব ধরনের ভিসায় বাংলাদেশিদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
এর আগে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় গত মার্চে।
পরবর্তী সময়ে গত জুলাই থেকে শর্তসাপেক্ষে ট্রানজিট যাত্রী এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসাধারীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেয়া হয়।
আরও পড়ুন : জাহাজ ভাড়া চলছে মিশন ইম্পসিবল ৭-এর শুটিং পসিবল করার কাজ
ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
এ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।
এসব দেশ থেকে কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়েছে।