করোনাভাইরাসের এই মহামারির মাঝেও সুখবর দিয়ে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিছুদিন আগে বাবা হয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ্ রিয়াদ ও মোহাম্মদ মিথুন। তিনজনই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন।
এবার সুখবর জানালেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন তিনি।
বিজয়ের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খুব দ্রুতই বিজয়-ফারিয়ার কোলজুড়ে নতুন সন্তানের আগমন ঘটবে।
বিজয় বিয়ে করেছেন ২০১৮ সালের জুনে। পারিবারিক আয়োজনে দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। বিয়ের প্রায় বছরখানেক পর দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেন তিনি।
এবারের বিসিএলে দুর্দান্ত খেলেছেন বিজয়। ব্যাট হাতে এক ম্যাচে জোড়া সেঞ্চুরিও করেছেন। ২০১৮ সালের জুলাইয়ে সব শেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলার পর শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও দলে ফিরেছিলেন ২৬ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান।
বাংলাদেশের জার্সি গায়ে চারটি টেস্ট খেলে ৭৩, ৩৮টি ওয়ানডে খেলে ১০৫২ ও ১৩টি-টোয়েন্টি খেলে ৩৫৫ রান করেন বিজয়।