বার্সার হোঁচট, এগিয়ে যাওয়ার পথে রিয়াল মাদ্রিদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
GRAF8277. VIGO, 27/06/2020.- El delantero ruso del Celta, Fiódor Smólov (c), celebra el gol conseguido ante el FC Barcelona, durante el partido entre ambos equipos correspondiente a la 32ª jornada de LaLiga Santander celebrado este sábado en el estadio de Balaídos, en Vigo. EFE/Lavandeira Jr

জয় গুরুত্বপূর্ণ ছিল। এ গুরুত্বপূর্ণ জয় বাগিয়ে নিতে পারেনি বার্সেলোনা। চার বছর সেল্টা ভিগোর মাঠ থেকে জয় না পাওয়া কাতালান দলটি এবারও থমকে গেছে। স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

তিন ম্যাচে দ্বিতীয়বার হোঁচট খেলো বার্সা। শুধু তাই নয়, শেষ তিন ম্যাচে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টও হারিয়ে বসেছে মেসি অ্যান্ড কোং।

গত সপ্তাহেই সেভিয়ার মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে আসতে হয়েছিল লিওনেল মেসিদের। পরের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেলেও মেসি থেকে যান গোলহীন। আজও তিনি গোল করতে পারলেন না। বার্সার হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ।

উরুগুইয়ান স্টাইকারের জোড়া গোলে পরাজয়টা এড়াতে পেরেছে বার্সা। কিন্তু তাদের ডিফেন্স ভেঙ্গে উল্টো বার্সাকে ২ গোল দিয়েছে সেল্টা ভিগো। সুতরাং, মেসিদের পয়েন্ট হারাতে হলো ২টি।

ম্যাচের ২০ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এ গোলের মাধ্যমে বার্সাকে তিন পয়েন্ট এগিয়ে দেয়ার সুযোগ তৈরি করে দেন সুয়ারেজ। কিন্তু সুয়ারেজের এই গোলকে শোধ করে দেন ফেদর স্মোলভ। ৫০ মিনিটে তিনি সেল্টা ভিগোকে সমতায় ফেরান।

৬৭ মিনিটে আবারও বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। কিন্তু লিড ধরে রাখতে ব্যর্থ হলো বার্সার ডিফেন্ডাররা। ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগেই বার্সার সর্বনাশ করে ছাড়লেন ইয়াগো আসপাস। তার গোলে ম্যাচ সমতায় রেখেই মাঠ ছাড়ে সেল্টার ফুটবলাররা। সঙ্গে সঙ্গে হতাশায় মুষড়ে পড়েন বার্সার ফুটবলাররা।

৩২ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৬৮। এস্পানিওলের বিপক্ষে পরের ম্যাচ রিয়ালের। এই ম্যাচে রিয়াল হারলেই কেবল বার্সা এগিয়ে থাকবে। রিয়াল জিতলে তো ২ পয়েন্ট এগিয়ে যাবে।

মেসির ৭০০তম গোলের জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে তার সমর্থকদের। । লেগানেসের জালে বল জড়িয়ে ক্যরিয়ারে ৬৯৯তম গোলের চূড়ায় পৌঁছে যান তিনি।