ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের একটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালাল চিতা বাঘ। হত্যা করেছে পরিবারের সদস্য এক পোষা কুকুরকে। ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই শনিবার। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।
#WATCH Uttarakhand: A leopard entered a house, attacked and killed a dog & took it away last night in Tallital. pic.twitter.com/xX2tf4KYMt
— ANI (@ANI) July 19, 2020
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, টালিতাল জু রোডে চন্দন সিংহ অধিকারীর বাড়িতে ঢোকে চিতাবাঘটি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে চিতাবাঘটি লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকে। যখন বাড়ির কুকুর তাকে দেখতে পেয়ে ঘেউ ঘেউ করে, তখন চিতাবাঘ আক্রমণ করে তাকে। টেনে হিঁচড়ে নিচে নিয়ে যায় কুকুরটিকে।
সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।