করোনাভাইরাসের মহামারিতে বিলুপ্তি হওয়ার পথে একটা গোটা উপজাতি৷ ইকুয়েডর-পেরু সীমান্তের কাছে সেইকোপাই নামে একটি প্রাচীন উপজাতি করোনার শঙ্কায় দিন গুনছে।
উপজাতিটির দুই প্রবীণ নেতা মারা গিয়েছেন করোনায়৷ আক্রান্ত হয়েছেন ১৫ জন। বর্তমানে এই উপজাতির সংখ্যা ৭৪৪৷
এভাবে চলতে থাকলে একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে এই উপজাতি।
এই উপজাতির সভাপতি জাস্টিনো পিয়াগুয়াজের অভিযোগ, তারা স্থানীয় শহরে প্রশাসনকে জানিয়েছিলেন এপ্রিলের মাঝামাঝি সময়ে৷ কিন্তু প্রশাসন তাদের কথায় কান দেয়নি৷ কয়েকজন ডাক্তার বলেছিলেন, এমনি সিজনাল ফ্লু৷ করোনা নয়৷
জাস্টিনোর ভাষ্যমতে, ‘আমাদের এই উপজাতির আর মেরেকেটে ৭০০ জন রয়েছে৷ এর আগেও আমাদের এই ধরনের বিপদের মুখে পড়তে হয়েছে৷ আমরা চাইছি না ইতিহাসের পুনরাবৃত্তি হোক৷’
এরপর এপ্রিলের মাঝামাঝি সময়েই প্রথম যখন তাদের এক প্রবীণ নেতার মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে তখনও তারা ইকুয়েডর সরকারের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চায়৷ সরকার কোনও সাড়া দেয়নি৷
জাস্টিনো বলেন, ‘এই প্রাচীন জনজাতিটি বিলুপ্ত হওয়া মানে একুশ শতকে দাঁড়িয়ে ইকুয়েডর সরকারের লজ্জা৷ পরিস্থিতি এমনই, করোনা থেকে বাঁচতে সেইকোপাই জনজাতির অনেকেই অ্যামাজনের জঙ্গলে পালিয়েছে৷’
ইকুয়েডরে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশি৷ ১৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে সে দেশে৷