বিয়েলসাকে চান মেসি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


চলতি বছরের শুরুতেই আর্নেস্ত ভালভার্দেকে বরখাস্ত করেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। অনেক আশা নিয়ে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় কিকে সেতিয়েনকে।

কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি সেতিয়েন। গত দুই আসরে লিগ শিরোপা জিতলেও, এবার রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খুইয়েছে বার্সেলোনা।

তাই নতুন মৌসুমের শুরুতে পুনরায় বার্সেলোনার কোচ বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। এক্ষেত্রে নিজের পছন্দের কোচের কথাও জানিয়ে দিয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তিনি দলে চান ‘কোচদের কোচ’খ্যাত আর্জেন্টাইন বিখ্যাত কোচ মার্সেলো বিয়েলসাকে। এরই মধ্যে ম্যানেজম্যান্টকে নিজের চাহিদা জানিয়েছেন মেসি।

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন জানা গেছে এই তথ্য। বর্তমানে ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেডের দায়িত্বে রয়েছেন বিয়েলসা। এ মৌসুমেই ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগে তুলেছেন বিয়েলসা। তবে লিডসের সঙ্গে চুক্তির আর বেশিদিন বাকি নেই এ বর্ষীয়ান কোচের। সেই সুযোগটিই হয়তো নিতে চাইবে বার্সেলোনা।

কোচ হিসেবে তার অভিজ্ঞতা যেমন অনেক বেশি, তেমনি ফুটবল ফর্মেশনেও এনেছেন যুগান্তকারী পরিবর্তন। কখনও ৩-৩-৩-১, কখনও ডায়নামিক ৪-৩-৩ কিংবা কখনও ৪-১-৪-১ ফর্মেশনে খেলিয়ে সাফল্য ছিনিয়ে নেন বিয়েলসা। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সব কোচ একবাক্যে তাকে সেরা মেনে নেন। যে কারণে বিয়েলসাকে কোচদের কোচও বলা হয়।

কোচিং ক্যারিয়ারে নিওয়েলস ওল্ড বয়েজ মূল দল থেকে শুরু করে এসপানিওল, লাজিও, অ্যাথলেটিক বিলবাও, মার্শেইর মতো ক্লাবগুলোরও কোচিং করিয়েছেন তিনি। এছাড়া আর্জেন্টিনা ও চিলির জাতীয় দলের কোচ হিসেবে ছিলেন প্রায় ১০ বছর।