মাছের বদলে জালে মিলল বিশাল অজগর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


ভারতের জলপাইগুড়ির করোলা নদীর কিংসাহেব ঘাটে মাছ ধরার জালে আটকে গেল বিশাল এক অজগর।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে যান সাধারণ বাসিন্দারা। দীর্ঘক্ষণ পর সাপটিকে জাল থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়বে । কিভাওই অজগর মাছ ধরার জালে আটকে পড়েছিল সেটা খতিয়ে দেখছে বনদপ্তর।

জানা যায়, কিংসাহেব ঘাট এলাকার বাসিন্দারা রাতে নদী থেকে মাছ ধরার জন্য জাল পেতে রাখার পর সকালে তুলতেই দেখা যায়, বিরাট অজগর আটকে গেছে জালে।

ওই নদীর পানিতে বিষ ছড়িয়েছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। নদীর পানিতে যেসব মাছ আছে সেই মাছগুলোরও পরীক্ষা করা হবে।

সাপটি অসুস্থ ছিল বলে মনে ধারণা করছেন বন কর্মকর্তারা। জলপাইগুড়ি শহরে আগেও এ ধরনের অজগর পাওয়া গেছে। এবার মাছ ধরার জালে অজগর আটকানোর জেরে আতঙ্কে আছেন জলপাইগুড়ির বাসিন্দারা।