মাঠে থুতু ফেললেও হলুদ কার্ড দেখনো হবে খেলোয়াড়দের, এমন বেশ কিছু পরিবর্তন আনছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।
লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে। স্প্যানিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে, আগে যেখানে চারজন পরিবর্তন করা যেত। ফুটবলাররা মাঠে থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের খেলাধুলাই বন্ধ।
ব্যতিক্রমী এসব পরিবর্তনের মধ্য দিয়েই মাঠে খেলা ফেরাতে চাচ্ছে কর্তৃপক্ষ।