আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন সরকারের সঙ্গেও জালিয়াতি করেছে বিএনপি। ইংরেজি জানা মানুষকে ব্রিফিংয়ে বসিয়েছে তারা, এটা ভুয়া। ওই ব্যক্তি মূলত ইসরাইলের এজেন্ট।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, হরতাল ও অরাজকতার বিরুদ্ধে শান্তি সমাবেশে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্বল ঈমানদারদের আর রাজপথ দখল করতে দিব না। লজ্জা থাকলে বিএনপি আর হরতাল ডাকবে না। কারণ যারা বাতাস দিত, তারাও আর বাতাস দিবে না।
আরও পড়ুনঃসুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই বিএনপির মহাসমাবেশ: মির্জা ফখরুল
তিনি আরও বলেন, আমরা শুধু ধৈর্যই ধরবো না, এবার প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের দায় তারা এড়াতে পারে না। হুকুমদাতা হিসেবেই মির্জা ফখরুলকে গ্রেফতার করেছে সরকার। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গর্তে ঢুকে গেছে।
তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশ সর্বোচ্চ সহনশীল ছিল। এজন্যই বিএনপির কেউ আহত হয়নি। যদি কেউ আহত হয়, তাহলে পালানোর সময়, আর নিজেদের ককটেলের কারণে আহত হয়েছে।