বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। খেলা না থাকলেও পরিশ্রম করেন, ফিটনেস ধরে রাখতে কাজ করেন নিয়মিত। এই করোনাকালেও নিজের পরিশ্রমের নিদর্শন দেখিয়ে যাচ্ছেন মি. ডিপেন্ডেবল।
এর কিছু ভিডিও সামাাজিক যোগাযোগের মাধ্যমেও শেয়ার করেছেন তিনি। কিন্তু চার দেয়ালে এই পরিশ্রমে ক্লান্ত মুশফিক মিরপুরের স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে একক অনুশীলন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন।
সে আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর স্টেডিয়াম পুরোপুরি জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শেষ হয়নি। এখন অনুশীলন করা সম্ভব নয়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ব্যক্তিগতভাবে ও অনুশীলন শুরু করতে বলেছিল। কিন্তু আমরা ওকে বলেছি যে তা করা এখনো নিরাপদ নয়। ওর উচিত ঘরে অনুশীলন করা। ট্রেনিং তো জরুরি বটেই, কিন্তু তার চেয়েও জরুরি হলো ক্রিকেটারদের সুস্থ থাকা।’
অবশ্য বর্তমান পরিস্থিতি অনুধাবন করে একক অনুশীলন ভাবনা থেকে সরে এসেছেন মুশফিকও। তিনি জানান, এখনো ঝুঁকিমুক্ত হয়নি পরিবেশ। অনুশীলন করে পরিবারের জন্য কোনো বিপদ ডেকে না আনতে চান না। পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।