মুশফিকের সাথে লাইভে আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


করোনাভাইরাসের এ কঠিন সময়ে মাঠে খেলা নেই। খেলোয়াড়রা তাই পার করছেন অবসর সময়। এ অবস্থায় লাইভে এসে আড্ডা দিচ্ছেন অনেকেই। লাইভ আড্ডা সেশনে তামিম ইকবাল নিয়ে এসেছিলেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজাকে।

সৌম্য সরকার ও তাসকিন আহমেদও লাইভ করেছেন একসাথে। নিজের ফাউন্ডেশনের পেজে কয়েকবার লাইভ সেশন করেছেন সাকিব আল হাসানও।

এবার সে তালিকায় যোগ দিতে যাচ্ছেন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম থেকে বিশ্ব জয় করে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলি। যার অনবদ্য ইতিহাসে বাংলাদেশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন।

আকবর আলিকে সঙ্গে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো লাইভে আসছেন মুশফিকুর রহীম। গত শনিবার তামিমের সঙ্গে লাইভ করার পর বৃহস্পতিবার দুপুরে তিনি একটি লাইভ সেশন করেছেন ডেইলি ক্রিকেট ফেসবুক পেজে। আর এবার তিনি লাইভে আসবেন আকবর আলিকে সঙ্গে নিয়ে।

যুব দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর ও জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের লাইভ সেশনটি হবে শনিবার রাত ১০টায়। যেখানে মুশফিকের ডাবল সেঞ্চুরি করা ব্যাটটির নিলাম প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়া হবে। একইসঙ্গে নিলামে তোলা হবে আকবর আলীর বিশ্বজয়ী জার্সিটিও।

মুশফিক-আকবরের এই লাইভ সেশন পরিচালনা করা হবে ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজের মাধ্যমে। শনিবার রাত ১০টা থেকে শুরু হওয়া নিলামটি চলবে আগামী বুধবার (১৪ মে) রাত ১০টা পর্যন্ত। এ নিলামসহ নানা বিষয়ে আড্ডা দিতেই লাইভে আসছেন মুশফিক ও আকবর।

শুধু মুশফিকের ব্যাট আর আকবরের জার্সিই নয়, শনিবার রাত থেকে শুরু নিলামে আরও থাকছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রান করা মোসাদ্দেক হোসেনের ব্যাট, ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈম শেখের ব্যাট, ২০১১ সালের বিশ্বকাপে অংশ নেয়া সকল খেলোয়াড়দের সাক্ষরিত ব্যাট এবং মাশরাফি বিন মর্তুজার অটোগ্রাফযুক্ত একটি ক্যাপ।

সাকিব-সৌম্যর ব্যাট কিংবা তাসকিনের হ্যাটট্রিক করা বলের মতো ফেসবুক পেজের মাধ্যমে নয় বরং ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবুর মাধ্যমে হবে মুশফিক ও আকবরের স্মৃতি স্মারকের নিলাম। এগুলো যেন বিশ্ববাসীর কাছে আরও ভালোভাবে পৌঁছায়, সেজন্যই সময় দেয়া হয়েছে পাঁচদিন।