ভারতের কর্ণাটকের টুমাকুরু জেলের গোড়েকেড়ে গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ছাগল-ভেড়া চরানো এক রাখালের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর পরপরই শ্বাসকষ্ট শুরু হয়েছে বেশকিছু ভেড়া ও ছাগলের।
রাজ্যে পশুপালন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই রাখাল যেসব ভেড়া-ছাগল চরাতেন তাদের মধ্যে কয়েকটির শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এর ফলে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।
ভেড়া, ছাগলের করোনা হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। তবে ওই গ্রামের বাসিন্দাদের ধারণা, ওইসব ভেড়া-ছাগলেরও করোনা হয়েছে।
পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসীরা রাজ্যের মন্ত্রী জে সি মধুস্বামীর সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রীর নির্দেশ মতোই ওই গ্রামে আসেন রাজ্যে পশুপালন বিভাগের চিকিৎসকরা।
পশু চিকিৎসকদের সন্দেহ, ওইসব ভেড়া-ছাগল PPR নামে একটি রোগে ভুগছে। সাধারণভাবে ওই রোগকে বলা হয় গোট প্লেগ।