মেষপালকের করোনা শনাক্ত, শ্বাসকষ্ট দেখা দিয়েছে ছাগল-ভেড়ার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


ভারতের কর্ণাটকের টুমাকুরু জেলের গোড়েকেড়ে গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ছাগল-ভেড়া চরানো এক রাখালের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর পরপরই শ্বাসকষ্ট শুরু হয়েছে বেশকিছু ভেড়া ও ছাগলের।

রাজ্যে পশুপালন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই রাখাল যেসব ভেড়া-ছাগল চরাতেন তাদের মধ্যে কয়েকটির শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এর ফলে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।

ভেড়া, ছাগলের করোনা হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। তবে ওই গ্রামের বাসিন্দাদের ধারণা, ওইসব ভেড়া-ছাগলেরও করোনা হয়েছে।

পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসীরা রাজ্যের মন্ত্রী জে সি মধুস্বামীর সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রীর নির্দেশ মতোই ওই গ্রামে আসেন রাজ্যে পশুপালন বিভাগের চিকিৎসকরা।

পশু চিকিৎসকদের সন্দেহ, ওইসব ভেড়া-ছাগল PPR নামে একটি রোগে ভুগছে। সাধারণভাবে ওই রোগকে বলা হয় গোট প্লেগ।