রোনালদোর দলবদল নিয়ে টানাপোড়েন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


কোথায় যাবেন রোনালদো? জুভেন্টাসেই থাকবেন? না কি খুঁজে নিবেন নতুন ক্লাব? ফুটবল বিশ্বে ওখন জোর গুঞ্জন রোনালদোকে নিয়েই।  বর্তমান সময়ে বিশ্বের এই সেরা তারকা ক্যারিয়ারের শেষ সময়ে কোথায় পা রাখেন, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

দুদিন আগে শোনা গেল, তিনি রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে খেলতে চান। পরে অবশ্য সে দাবি রোনালদো, আনচেলত্তি দুজনই প্রত্যাখ্যান করেছেন। রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়ালে তাঁর অধ্যায় শেষ হয়ে গেছে আগেই।

তাহলে কোথায় যাবেন রোনালদো? জানা যায়, সিটিতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেই বিখ্যাত হওয়া রোনালদো। খবরটা দিয়েছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

রোমানো জানিয়েছেন, নিজের মুখপাত্র হোর্হে মেন্দেজকে দিয়ে সিটির কাছে প্রস্তাব পাঠিয়েছেন রোনালদো, জানিয়েছেন তাঁর আগ্রহের কথা। ওদিকে জুভেন্টাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আড়াই কোটি ইউরো না পেলে রোনালদোকে ছাড়বে না তাঁরা। রোনালদোর সঙ্গে জুভেন্টাসের চুক্তির বাকি আছে আর মাত্র এক বছর।  ওদিকে জুভেন্টাস মোটামুটি নিশ্চিত, রোনালদো তুরিনেই থাকবেন।

৩৬ বছর বয়সী এক তারকা, যার বর্তমান চুক্তিতে বাকি আছে আর মাত্র এক বছর, এমন একজনের পেছনে দলবদল ফি বাবদ কোনো খরচই করতে চাইছে না সিটি। স্ট্রাইকার হিসেবে ম্যানচেস্টার সিটির মূল লক্ষ্য টটেনহাম হটস্পার্সের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে নেওয়া।

আরেক দলবদল বিষয়ক সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও জানিয়েছেন, সিটি যদি বিনিময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে দেয়, তবেই রোনালদোকে সিটির কাছে পাঠাতে রাজি হবে জুভেন্টাস। কিন্তু জেসুস নয়, রোনালদোর বিনিময়ে ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিংকে ছাড়তে রাজি সিটির কোচ পেপ গার্দিওলা।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এক আত্মীয় খলিফা বিন হামাদ আল থানির এক টুইটার পোস্ট বেশ আলোড়ন তুলেছে। সেখানে পিএসজির জার্সিতে মেসির পাশে দেখা গেছে রোনালদোকে। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

ব্যাপারটা মোটেও ভালো লাগেনি জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লির পরিবারের এক সদস্য, লাপো এলকানের। তিনি টুইট করে জানিয়েছেন, ‘রোনালদো জুভেন্টাসের খেলোয়াড়। এভাবে অন্য কোনো ক্লাবের জার্সি ওর গায়ে পরিয়ে দেওয়া মানে ওকে অসম্মান করা। ও কোনো স্টিকার নয়।’

এদিকে বিভিন্ন সূত্রমতে কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার জন্য অফিসিয়াল বিড করেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে যদি পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখান, তাতেও নাকি রোনালদোর প্রতি আগ্রহী হবে না পিএসজি, এমনটাই জানিয়েছেন দি মারজিও।

আবার স্কাই স্পোর্টসের নির্ভরযোগ্য সাংবাদিক কাভে সলহেকোল অবশ্য জানিয়েছেন, রোনালদোর ঠিকানা পিএসজিতেই।  নামকরা এক এজেন্ট এমবাপ্পের পিএসজি থেকে রিয়ালে যাওয়া আর রোনালদোর জুভেন্টাস থেকে পিএসজিতে আসার বিষয়টা দেখভাল করছেন বলে জানিয়েছেন সলহেকোল।