প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যখন গৃহবন্দী মানুষ, তখন ভারতের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের।
বৃহস্পতিবার হায়দরাবাদে দেখা গেছে রাস্তায় বসে ঝিমুচ্ছে একটি চিতাবাঘ। তেলেঙ্গানার রাস্তায় দেখা গেছে সিভেট ক্যাট (খাঁটাশ)।
রাস্তায় চিতাবাঘের উপস্থিতির কথা জানতে পেরে পুলিশ ও বনরক্ষীরা ঘটনাস্থলে হাজির হন। সঙ্গে ছিল নেহরু জুলজিক্যাল পার্কের একটি উদ্ধার টিম।
ধারণা হচ্ছিল, চিতাবাঘটি কোনোভাবে আহত হয়েছিল। উদ্ধারকর্মীদের দেখে সে পালিয়ে যায়। রাস্তায় চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, হস্পতিবার সকাল আটটা ১৫ মিনিট নাগাদ স্থানীয় মানুষ চিতাবাঘটিকে দেখতে পান। রেসকিউ টিম দেখে চিতাটি পালায়। তাকে ধরার চেষ্টা হচ্ছে।
এর আগে, ৭ মে গোয়ায় দেখা মিলেছিল বিরল ব্ল্যাক প্যান্থারের (কালো চিতা)। এছাড়া ভারতের বিভিন্ন এলাকায় রাস্তায় বিভিন্ন প্রাণীর দেখা মিলছে।
Going wild in #Hyderabad: #leopard in Mailardevpally under #Cyberabad @ndtv @ndtvindia pic.twitter.com/g2wSFMsGSe
— Uma Sudhir (@umasudhir) May 14, 2020