রোববার (৫ই জুলাই) ভোলার তজুমদ্দিন উপজেলায় কর্ণফুলী-১৩ নামে একটি লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেয় কবিতা (১৩) নামে এক কিশোরী।
পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। সেখানে সুস্থ হলে রোববার রাতেই তাকে তজুমদ্দিন থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়।
ওই কিশোরী ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলের তেলুয়া চর এলাকার মো. কবির হোসেনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানা যায়, ওই কিশোরী একাই ঢাকার উদ্দেশ্যে তজুমদ্দিনের চৌমহনী ঘাট থেকে কর্ণফুলী-১৩ ওঠে। একটি কেবিনের পাশে বসে থাকার সময় লঞ্চের কোনো এক স্টাফ তাকে ২০০ টাকার বিনিময়ে তার সঙ্গে রাতে কেবিনে থাকার প্রস্তাব দেয়। কিশোরীটি স্টাফের কথা শুনে রেগে তাকে গালমন্দ করে চলে যায়।
এরপর লঞ্চের ডেকে থাকা এক নারী যাত্রীর বিছানায় গিয়ে বসলে ওই নারী তাকে বিছানা থেকে উঠিয়ে দেন। এতে তার রাগ আরও বেড়ে গিয়ে অভিমানে লঞ্চ থেকে সে নদীতে ঝাঁপ দেয়। ওই সময় স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।