লোকালয় থেকে উদ্ধার দীর্ঘকায় অজগর


চট্টগ্রামে উড়াল সড়কের নিচ থেকে কাটা হাত উদ্ধার


খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসেছে একটি অজগর সাপ। বুধবার চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন নামের এক যুবকের মাছের প্রজেক্ট থেকে অজগর সাপটি ধরা পড়ে।

অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৮ কেজির মতো। খবর পেয়ে এলাকার শত শত স্থানীয় জনতা অজগর সাপটিকে এক নজর দেখতে ভিড় করে।

প্রজেক্টের কর্মরত কর্মচারীরা জানান, বিকাল ৫টায় মাছের খাবার দেয়ার জন্য তারা প্রজেক্টে যান। এ সময় অজগর সাপটি নড়াচড়া ও হঠাৎ ফোঁস ফোঁস আওয়াজ করতে দেখে তারা ভয় পেয়ে যান।

পরে কৌশলে সাপটিকে ধরে বস্তা বন্দি করে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের কাছে নিয়ে যান।

ইউএনও বন বিভাগের কর্তাদের কাছে অজগর সাপটি হস্তান্তর করেন। বন বিভাগের কর্তারা পৌরসভার পশ্চিমে সাপটি তাদের সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করেন বলে নিশ্চিত করেন হাটহাজারী ১১ মাইলস্থ ফরেস্ট বিটের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া।