শখের চরম মূল্য দিতে হচ্ছে অস্ট্রেলিয়ান এক নারীকে। ফ্রান্স থেকে কুমির বা এই জাতীয় সরীসৃপের চামড়া দিয়ে বানানো ২৩ লাখ টাকার ব্যাগ কিনে বিপদে পড়েছেন তিনি।
কারণ অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী কুমিরের চামড়ার ব্যাগ আমদানি করে ব্যবহার করা যায়, তবে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। বিশেষ অনুমতিও লাগে।
যার কোনটিই করেননি তিনি, একটি অনলাইন শপ থেকে ব্যাগটি কিনেছেন। ব্যাগটির মূল্য প্রায় ২৬ হাজার ডলার, টাকার যার পরিমাণ প্রায় ২৩ লাখ।
বিবিসি’র খবর, ওই ব্যাগটি সম্প্রতি অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স উদ্ধার করে। অস্ট্রেলিয়ান ওই নারীর এ জন্য জেল -জরিমানাও হতে পারে। নষ্ট করা হবে ব্যাগটি।
আরও পড়ুন:
সাইবার হামলার আশঙ্কায় যে ব্যাংকিং সেবাগুলো সীমিত করা হয়েছে
মেসির দলবদল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে
ব্যাগটি নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের অনেক কর্মকর্তা কথা বলেছেন। পরিবেশমন্ত্রী এই ঘটনাকে ‘খরুচে সতর্কবার্তা’ হিসেবে মন্তব্য করেছেন।
অস্ট্রেলিয়ান পরিবেশমন্ত্রী সুশান লে বলেছেন, ‘এভাবে বন্যপ্রাণীর চামড়া দিয়ে তৈরি পণ্য আমদানির বিষয়টিতে আমরা আরও কঠোর হব।’
তিনি বলেন, ‘আমরা অনলাইনে কী কেনাকাটা করছি, সে বিষয়ে সবার সতর্ক হওয়া উচিত।’
অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, অনুমতি ছাড়া বন্যপ্রাণীর চামড়ার তৈরি পণ্য আমদানি করলে ১০ বছরের জেল হতে পারে বা কয়েক লাখ টাকা জরিমানা।