শুরু হলো এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন হচ্ছে বাংলা/সহজ বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরবর্তী পরীক্ষা শনিবার।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সারাদেশে একযোগে শুরু হয়েছে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টায়।
যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী রয়েছে। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২২ (SSC Exam Routine 2022)
এর আগে বৈরী আবহাওয়া কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের এ অনুরোধ জানানো হয়।