সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার জ্বর অনুভব করায় সতর্কতা হিসেবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বলেছেন, ‘সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজার করোনা ধরা পড়েছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।’
ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা নিয়মিত অফিস করছিলেন। যে ব্রাঞ্চে তিনি কাজ করেন, সেখানে আগেই বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকেই সাকিবের বাবার শরীরে করোনা সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডা. সালাম জানান, ‘গত শুক্রবার সাকিবের বাবা মাসরুর রেজা করোনাভাইরাস টেস্ট করান। রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে থাকছেন। বাড়তি নিরাপত্তার জন্য মাগুরার কেশব মোড়ের তার বাসা লকডাউন করা হয়েছে।’
মাশরুর রেজা বলেছেন, ‘আমার মনে হচ্ছে যতজন করোনা আক্রান্ত হয়েছে, সবচেয়ে সুস্থ সবল আমিই। তাই এ নিয়ে ভাবছি না, নিয়ম মেনে চললে দ্রম্নত আরোগ্য লাভ করতে পারব। আমি বাড়ির তিনতলাতে আইসোলেশনে আছি। সুস্থ আছি, কোনো সমস্যা নেই।’
সাকিবের বাবা আক্রান্ত হলেও মা শিরীন রেজা সুস্থ আছেন। দুজনই আছেন মাগুরায়।
করোনা আক্রান্তের খবর শুনে রোববার সকালেই বাবার সঙ্গে কথা বলেছেন সাকিব।
মাশরুর রেজা আরও বলেছেন, ‘সাকিব খোঁজখবর নিয়েছে। আমাকে সে বলেছে টেনশন না করতে। নিয়ম মেনে চললে সব ঠিক হয়ে যাবে।’