২০১৩ সালে সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক। যা করেছিলেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। এরপর দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও সেই কাজ করে দেখাতে পারেনি কেউ।
অবশেষে দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটালেন ম্যান ইউর ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল। বুধবার রাতে মধ্যম সারির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মার্শিয়াল।
তার হ্যাটট্রিকের সুবাদেই ৩-০ গোলের জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল। টিকিয়ে রেখেছে লিগের শীর্ষ চারে থাকার সম্ভাবনা।
এই জয়ে লিগের ৩১ ম্যাচ শেষে ম্যান ইউর পয়েন্ট ৪৯, তাদের অবস্থান ৫ম। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শেফিল্ডের অবস্থান অষ্টম।
নিজেদের ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্শিয়াল। ডান দিক থেকে মার্কাস রাশফোর্ডের দারুণ এক পাস ধরে জালের খুব কাছ থেকে গোল করেন তিনি। শুরুতেই গোল করে বাড়তি প্রেরণা পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধের বিরতির ঠিক আগে দ্বিতীয় গোলও পেয়ে যায় ম্যান ইউ। এবার মার্শিয়ালকে নিচু ক্রসে বলের জোগান দেন অ্যারন ওয়ান বিসাকা।
দ্বিতীয়ার্ধে ফিরে ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মার্শিয়াল। রাশফোর্ডের সঙ্গে বলের আদানপ্রদান করে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।