সাব্বিরের দ্বিশতক ও একটি টুর্নামেন্টের গল্প


সাব্বিরের দ্বিশতক ও একটি টুর্নামেন্টের গল্প


দেশীয় কিছু সংবাদ মাধ্যমের কল্যাণে অনেকেই হয়তো জানেন, বাংলাদেশের এক সময়ের মারকুটে ক্রিকেটার সাব্বির রহমান ইংল্যান্ডের একটা টুর্নামেন্টে প্রায় ২০০ স্ট্রাইক রেটে দ্বিশতক হাকিয়েছেন। এভিলে ক্রিকেট অ্যাকাডেমির হয়ে এই মারকুটে ইনিংস খেলেন এক সময়ের আন্তর্জাতিক ক্রিকেটার।

এবার কিছু বাস্তবতায় আসা যাক। যেভাবে ফলাও করে প্রচার হচ্ছে এই সংবাদ, সাব্বির কি ততটা ভালো খেলেছেন? ১০১ বলে অপরাজিত ২০০ রানের ইনিংস অবশ্যই ভয়ংকর কিছু, কিন্তু মানদণ্ড বলে তো একটা বিষয় থাকে।

যেই টুর্নামেন্টে সাব্বির এই কান্ড ঘটিয়েছে সেই টুর্নামেন্টে নজর দেওয়া যাক। ছুটির দিনে বিনোদনের ব্যবস্থা করতে অনেকেই অনেক কিছু করেন। খেলা তার মধ্যে অন্যতম। সাপ্তাহিক ছুটির দিনে সময় কাটানোর উপলক্ষ্য হিসেবে একটি টুর্নামেন্ট আয়োজন করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশের ভবিষ্যত মনে করা সাব্বির রহমান এখন সেই টুর্নামেন্টেই খেলছেন।

সেই টুর্নামেন্টের একটা নিয়ম হলো, কোনো খেলোয়াড় যদি বল হারিয়ে ফেলে তাহলে বলটি নিয়ে আসতে হবে সেই ক্লাবকে। যেই ক্লাবের খেলোয়াড় বল হারিয়েছেন। কিছু কি মনে পড়ে? ছোটো বেলায় পাড়ার খেলাগুলোতে বল হারালে কিন্তু নিজেকেই নিয়ে আসতে হতো।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা খেলোয়াড়দের খাবার আর পানীয়’র ব্যবস্থা করবে না আয়োজকরা। খেলোয়াড় নিজের পানীয় বা খাবার নিয়ে আসতে হবে। না হলে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করতে হবে।

যেই মাঠে খেলা সেই মাঠের পিচকে ভাড়া নিয়ে হবে দলগুলোকেই। নাহলে খেলা আয়োজন সম্ভব নয়। ছোটোবেলায় অনেক সময় খেলার জায়গা খুঁজে পাওয়া যেত না। আগে গিয়ে জায়গা নিজেদের করে নিতে হতো। নাহলে খেলার সুযোগ মিলত না। এখানেও মনে হয় সেই নীতিতে বিশ্বাসী।

সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন অনেক সম্ভাবনা নিয়ে। সেই সম্ভাবনা আলোর মুখ দেখেনি। এর জন্য তার গাফিলতিই অনেকাংশে দায়ী। আজ এমন এক ক্রিকেটার অন্য দেশে গিয়ে পাড়ার ক্রিকেটের মতন একটি টুর্নামেন্ট খেলছে। আর সেই সংবাদ ফলাও করে প্রচার হচ্ছে দেশীয় মিডিয়ায়। কিন্তু, সাব্বির নিজে কী ভাবেন? এভাবে হারিয়ে যাওয়ার জন্য আক্ষেপ করেন? আর কত নাম সম্ভাবনা জাগিয়ে হারিয়ে যাবে? তার যে হিসাব জানা নেই। শুধু আক্ষেপে পোড়ে এদেশের ক্রিকেট আর ভক্ত সমর্থকদের মন…