প্রতি বছর আগস্ট মাসে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হলেও এবারের দৃশ্যপট ভিন্ন। করোনাভাইরাসের কারণে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হতে বাড়তি দুই মাস সময় লাগছে। এবার আগস্টে শুরু হলেও, শেষ হচ্ছে ২৬ জুলাই।
যার ফলে নতুন মৌসুম শুরুর তারিখও পিছিয়ে গেছে। তবে দুই মাস নয়, ইপিএলের নতুন মৌসুম শুরুর তারিখ পিছিয়েছে এক মাস। সাধারণত আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হয় ইপিএলের নতুন মৌসুমের খেলা। এবার সেটি শুরু হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।প্রিমিয়ার লিগের নতুন মৌসুম
অংশগ্রহণকারী ২০ দলের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে ২০২০-২১ মৌসুমের ইপিএলের সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন মৌসুমের খেলা শুরু হবে ১২ সেপ্টেম্বর।
যা শেষ হবে আগামী বছরের ২৩ মে তারিখে। আগামী ২১ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেবে আয়োজকরা।