স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগের দুই লিগ মিলিয়ে ৫ জন ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এমন সময় খবর এলো যখন, ফুটবল মাঠে ফেরানোর জোর চেষ্টা চলছে।
এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লা লিগা কর্তৃপক্ষ। আক্রান্ত ফুটবলারদের কারো মধ্যে করোনার উপসর্গ আগে দেখা যায়নি বলে জানিয়েছে তারা। তবে বিবৃতিতে কারও নাম জানানো হয়নি।
আক্রান্তদের ইতিমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে। টানা দুইবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হলেই কেবল তারা পুনরায় অনুশীলনে যোগ দিতে পারবেন।
গত মার্চে করোনার প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের সব শীর্ষ লিগ। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর চলতি মাস থেকে আবার মাঠে ফিরতে যাচ্ছে লিগগুলো।
এর মধ্যে বুন্দেসলিগা ১৬ মে থেকে শুরু হওয়ার ঘোষণা দিয়েছে। ইতালিয়ান সিরি আ লিগও শুরু হবে এই মাসের মধ্যে। ১২ জুন থেকে স্প্যানিশ লা লিগাও ফেরানোর পরিকল্পনা আয়োজনকারীদের।
সে লক্ষ্যে গত বুধবার থেকে লা লিগার ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ অন্যান্য ক্লাবগুলো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা শুরু করেছে। ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনেরও অনুমতি মিলেছে তাদের।