‘আমাকে প্রথম দেখার কথা মনে আছে আপনার?’ গতকাল লাইভ সেশন চলাকালে বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এমন এক প্রশ্ন করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
করোনাভাইরাসের ক্রান্তিলগ্নে খেলা বন্ধ। তাই খেলোয়াড়দের মাঠে নামা হচ্ছে না দীর্ঘদিন। এমন পরিস্থিতিতে অনেক খেলোয়াড়ই লাইভ এ আসছেন, আড্ডা দিচ্ছেন।
সোমবার রাতে ইন্সটাগ্রাম লাইভে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। সেখানে নিজেদের খেলোয়াড়ি জীবনের অনেক বিশেষ ঘটনা নিয়েই আড্ডায় মেতে ছিলেন দুজন।
এমন অবস্থায় তামিমের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘তোকে প্রথম দেখার ঘটনাটা বলি। আমি আর নাফিস তো বন্ধু। আমরা চট্টগ্রামে টেস্ট খেলতে গিয়েছিলাম। তো তখন তোর বাসায় গিয়ে দেখি তুই হাফপ্যান্ট পরা, তোর কয়েকজন বন্ধুকে নিয়ে গাড়ি নিয়ে খেলতেছিস। আমার-তোর বাচ্চাকাচ্চারা এখন যেমন খেলে। তোরে জিজ্ঞেস করলাম, ভাইয়া ভাল আছো? সেইটা বলতেও তুই লজ্জা পাচ্ছিলি। সেই তামিম আজকে বাংলাদেশ দলের অধিনায়ক।’
লাইভ আড্ডায় খেলা নিয়ে বা খেলা ছাড়া নানা বিষয়ে কথা হয় দুজনের। তামিম জানান, পরবর্তী লাইভ আড্ডায় রুবেল ও তাসকিনকে একসাথে আনার চেষ্টা করবেন।