হ্যাকারদের হাতে লাভেজ্জির ‘সেক্স টেপ’, ছড়িয়ে দেয়ার হুমকি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


সাবেক আর্জেন্টাইন ফুটবলার এজিকুয়েল লাভেজ্জিকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করেছে হ্যাকাররা। অচেনা হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে আইনি লড়াইয়ে নেমেছেন লাভেজ্জি ।

৩৫ বছর বয়সী লাভেজ্জি গত ডিসেম্বরে ফুটবল থেকে অবসর নেন। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও নাপোলির সাবেক এই স্ট্রাইকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইনস্টাগ্রামে বেনামি অ্যাকাউন্ট থেকে কিছু মেসেজ পেয়েছেন তিনি।

যাতে হ্যাকাররা বলেছে, তাদের কাছে লাভেজ্জির সেক্স ভিডিও এবং বেশকিছু আপত্তিকর ছবি রয়েছে। প্রতিটি ছবির জন্য ৫ হাজার মার্কিন ডলার দাবি করেছে তারা। লাভেজ্জি টাকা দিতে অস্বীকৃতি জানালে, ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় হ্যাকাররা।

করোনা ভাইরাসের কারণে আর্জেন্টিনায় লকডাউন চলায় বর্তমানে লাভেজ্জি অবস্থান করছেন ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট বার্থেলমিতে। সঙ্গে রয়েছেন তার প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী নাতালিয়া বরগেস। নাতালিয়াকেও হুমকি দিয়েছে ব্ল্যাকমেইলাররা।

ধারণা করা হচ্ছে সেক্স টেপগুলো আসল। কিন্তু সেগুলো কীভাবে হ্যাকারদের হাতে পৌঁছানো সেটাই বড় রহস্য।

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে ২০০৭-২০১৬ পর্যন্ত ৫১ ম্যাচ খেলে ৯ গোল করেছেন লাভেজ্জি। আলবিসেলেস্তেদের ২০১৪ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য তিনি।

ব্রাজিলে অনুষ্ঠিত ওই আসরে ফাইনালসহ ৬ ম্যাচ খেলার সুযোগ পান এই স্ট্রাইকার। ছিলেন ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা দলেও। ক্লাব পর্যায়ে নাপোলির হয়ে ১৫৬ ও পিএসজির হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন লাভেজ্জি ২০১৬ সালে ইউরোপ ছেড়ে লাভেজ্জি পাড়ি জমান চীনে। চাইনিজ লীগ হেবেই চায়না ফরচুনের হয়ে তিন বছর খেলে ২০১৯ সালে অবসরে যান।