প্রথম সবকিছুই স্পেশাল, আর সেটা যদি হয় দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম কিছু তাহলে তো সেটি অনেক বেসিই স্পেশাল হবার কথা। হয়েছেও সেটিই।
মুশফিক তার প্রথম ডাবল সেঞ্চুরির সেই ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলেছেন নিজের জন্মদিনের দিন। যেটির সর্বশেষ বিড হয়েছে ১৯ লক্ষ্য ৫৫ হাজার টাকা।
বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে পুরো দেশ স্তম্ভিত! অসহায় মানুষগুলোর জীবনযাপন হয়ে উঠেছে কষ্টকর। তাইতো তাদের পাশে দাঁড়াতে একে একে এগিয়ে আসছেন নামি-দামি ক্রিকেটাররা। নিলামের বাটখারায় তুলছেন নিজেদের প্রিয় স্মারকগুলো!
এর আগে বিশ্বকাপ কাঁপানো ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। এছাড়া তাসকিন নিজের করা একমাত্র হ্যাটট্রিক বল, সৌম্য নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছিলেন
৯ মে থেকে শুরু হওয়া নিলাম চলবে আগামী ১৪ মে পর্যন্ত। এখন দেখার বিষয় কতো দামে বিক্রি হয় সেই ঐতিহাসিক ব্যাটটি।