২৬ বছর পর কোনো ক্যারিবিয়ান বোলারের ডবল সেঞ্চুরি


ক্যারিবিয়ান বোলারের ডবল সেঞ্চুরি
ক্যারিবিয়ান বোলারের ডবল সেঞ্চুরি

১৯৯৪ সালে শেষবার ক্যারিবিয়ান বোলার হিসাবে কার্টলি অ্যামব্রোস টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছিলেন। ২৬ বছর পর এই রেকর্ড করলেন কেমার রোচ।

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নামের পাশে ১৯৯ উইকেট নিয়ে নেমেছিলেন রোচ। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় দিন ক্রিস ওকসকে ফিরিয়ে ২০০ উইকেটের মালিক হন। কার্টলি অ্যামব্রোস এদিন রোচকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রোচের কাছে অন্তত ৩০০ উইকেট শিকারের আবদার করেছেন।

টেস্ট ক্রিকেটে ২০০৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয় কেমার রোচের। কিংসটাউনে সেই টেস্টে ছয় উইকেট তুলে নিয়েছিলেন এই ক্যারিবীয় পেসার। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে ছুঁয়েছেন শততম উইকেটের মাইলফলক। গতকাল শনিবার (২৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে রোচ পার কওরলেন ২০০ উইকেটের গণ্ডি।