২৮ কেজি ওজনের পাঙ্গাশের দাম ৩৭,৮০০ টাকা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


রোববার রাত ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে গুরু হালদারের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। যার বাজারমূল্য ৩৭ হাজার ৮০০ টাকা।

জানা যায়, কয়েকজন সঙ্গী নিয়ে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে পদ্মার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এসে জাল ফেলে বসে থাকেন জানান জেলে গুরু হালদার।

তিনি বলেন,৩ ঘণ্টা অপেক্ষার পর জালে একটু জোরে ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ হয়তো জালে পড়েছে। ১ ঘণ্টা সময় নিয়ে মাছটি নৌকায় তুলে নিই।

এই প্রথম এতবড় মাছ পেয়ে তিনি খুশি হয়েছেন বলে জানান। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁধে রাখার জন্য নিয়ে আসা হলে সেটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।