১৯৮৯-৯০ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্ট জিতেছিল লিভারপুল। এরপর ৩০ বছর পেরিয়ে গেলেও শিরোপা জেতা হয়নি।
এবার সেই সুযোগ রয়েছে অলরেডদের জন্য। আর মাত্র দুই পয়েন্ট পেলেই ২০১৯-২০ মৌসুমের ইপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল।
বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার হাত ছোঁয়া দুরত্বে পৌঁছে গেছে লিভারপুল।
এর আগে করোনাভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতির পর মাঠে ফিরে প্রথম ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এভারটনের সঙ্গে ড্র ম্যাচের পর ক্রিস্টালের বিপক্ষে জয়টি খুব দরকার ছিল লিভারপুলের জন্য। তাদের এ সহজ জয়ের গোল ৪টি করেছেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড, মোহামেদ সালাহ, ফাবিনহো এবং সাদিও মানে। অলরেডদের পরের ম্যাচ ম্যান সিটির বিপক্ষে।
লিগের ৩১ ম্যাচ শেষে ২৮ জয় ও ২ ড্রতে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। অন্যদিকে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে নিতে পেরেছে ৬৩ পয়েন্ট।
ফলে তারা বাকি ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট পেলেও হবে ৮৭। তাই লিভারপুল নিজেদের বাকি সাত ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেলেই হয়ে যাবে চ্যাম্পিয়ন।