আগামী ৯ মে শনিবার মুশফিকের ৩৩তম জন্মদিন। ৯ মে রাত ১০টায় শুরু হবে মুশফিকের শ্রীলঙ্কার বিপক্ষে করা টেস্ট ডাবল হান্ডেডের ব্যাটটির নিলাম। ব্যাটটি নিলামে উঠবে ই-কমার্স সাইট ‘পিকাবু’র মাধ্যমে।
করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে সবার আগেই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহীম।
এরই মধ্যে সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাটের এবং সৌম্যর সেঞ্চুরির ব্যাট ও তাসকিনের হ্যাটট্রিকের বলের নিলাম করে দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন।
তবে মুশফিকের ব্যাটের নিলাম হবে একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে, এর আগে সাকিব, সৌম্য,তাসকিনদের ব্যাট এবং বলের যে নিলামগুলো হয়েছে, মুশফিকের ব্যাটের নিলাম সেগুলোর মতো হবে না।
সাকিব-সৌম্যর ব্যাট এবং তাসকিনের বল যেমন এক রাতে নিলামে তুলে সে রাতেই বিক্রি শেষ হয়ে গেছে, মুশফিকের ব্যাটের নিলামের ধরন থাকবে ভিন্ন। দেশে ও দেশের বাইরে পাঁচদিন ধরে চলবে ওই নিলাম।
জানা যায়, পিকাবুর স্মরণাপন্ন হবার কারণেই নিলামের ধরন এমন দীর্ঘ। দেশে ও বিদেশে মুশফিকের ব্যাটের নিলাম নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। আর পিকাবুর নিলামের ধরনটাই এমন। ৯ মে রাত ১০টায় আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে নিলাম। চলবে পরের আরও ৪ দিন।