তৃতীয় শ্রেণি পর্যন্ত শুধু ক্লাস পরীক্ষা নেয়া হবে


১৮ নভেম্বর শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা


২০২২ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে নেয়া হচ্ছে,এসব শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।

মূলত শিশুদের ওপর অধিক চাপ কমাতে এমন সিদ্ধান্ত জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, ২০২১ সাল থেকে এটি কার্যকর করার কথা থাকলেও চলমান মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। তবে ২০২২ সাল থেকে এই প্রক্রিয়া পুরোদমে কার্যকর হবে।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুও করা হয়েছে শতাধিক বিদ্যালয়ে।