মৃত্যুর কাছে হেরেছেন এই স্কটিশ ক্রিকেটার


মৃত্যুর কাছে হেরেছেন এই স্কটিশ ক্রিকেটার


১৬ মাসের লড়াই, এ লড়াই জিততে পারলেন না কন দে লাঙ্গে। পরাজয় বরণ করে মাত্র ৩৮ বছর বয়সে পারি জমান ওপারে। যেখান থেকে ফিরে আসে কেউ!

২০১৮ সালে ধরা পড়ে ব্রেন টিউমার। এর পর তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় ক্রিকেট স্কটল্যান্ড। বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হয় লাঙ্গের জন্য। এত কিছুর পরও জিততে পারলেন না স্কটল্যান্ডের এই অলরাউন্ডার।

গতকাল (শুক্রবার) তার সেই লড়াই থেমে যায়। স্কটল্যান্ডের এই অলরাউন্ডার চলে গেলেন দূরে, অনেক দূরে। রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তানকে।

দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কন দে লাঙ্গে’র স্কটল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় ২০১৫ সালে। ২০১৭ পর্যন্ত ছিলেন নিয়মিত মুখ। খেলেছেন ১৩ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি।

ব্যাট হাতে ওয়ানডেতে রান করেছেন ১২৩ ও উইকেট নিয়েছেন ১৬ টি। টি-টোয়েন্টিতে তার রানসংখ্যা ৩৫ এবং উইকেট সংখ্যা ৮।