ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার। থানা চত্বরের ৫০ শতক পতিত জমিতে বিভিন্ন শাকসবজি চাষের উদ্যোগে চাহিদা পূরণ হচ্ছে থানার পুলিশ সদস্যসহ অন্যদেরও।
থানা চত্বরে প্রায় ৫০ শতক পরিত্যক্ত জায়গায় উৎপাদন হচ্ছে কলমিশাক, পুঁইশাক, লালশাক, বেগুনসহ বিভিন্ন সবজি। অবসরে দেখাশোনা করেন পুলিশ সদস্যরাই। থানার পুলিশ সদস্যরা ছাড়াও স্থানীয়দের অনেকে এখানকার সবজিতে পরিবারের চাহিদা মেটাচ্ছেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ‘আমাদের ওসি স্যার এখানে বিভিন্ন সবজির চাষ করেছেন। আমি পরিবার নিয়ে থাকি। আমার সবজির চাহিদা অনেকটা এখান থেকে মিটছে।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ‘আমাদের পুলিশ সুপারের নির্দেশনা রয়েছে সরকারি যেসব অফিসের আনাচে-কানাচে পতিত জায়গা আছে সেখানেই শাকসবজির বাগান করতে হবে। আমরা তারই ধারাবাহিকতায় থানার চারদিকে বিভিন্ন প্রকার শাকসবজি চাষ করেছি। আবাদ মোটামুটি খুব ভালো হয়েছে। এসব সবজি ওঠার পর নতুন করে শাকসবজি চাষ করা হবে।’