আত্মবিশ্বাসের জন্য মেকআপ যেমন জরুরি। তেমনি সঠিক নিয়মে মেকআপ না তুললে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। কেননা দীর্ঘক্ষণ মেকআপ ত্বকে থাকলে রোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ হতে পারে।
আইলাইনার ও মাশকারা ভালোভাবে না তুলে ঘুমালে ভ্রু থেকে লোম ও চোখের পাপড়ি ঝরে যেতে পারে।
তাই ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে চাইলে বাড়ি ফিরে অবশ্যই সঠিক নিয়মে মেকআপ তুলতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে।
এজন্য অবশ্য বেশি কিছুর প্রয়োজন নেই। ঘরোয়া উপাদানেই সুন্দরভাবে মেকআপ তোলা যায়।
প্রথমে টিস্যু দিয়ে কোমল হাতে লিপস্টিক, কাজল ও ব্লাশঅন যেটুকু সম্ভব তুলে ফেলুন।
এবার তুলোর বলে নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে পুরো মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তুলোর বল প্রয়োজনে পাল্টে নিন। দেখবেন খুব সহজেই মুখের মেকআপ উঠে এসেছে।
এরপর একটা বাটিতে কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে পুরো মুখ মুছে ফেলুন।
ছোট পাত্রে দুধ আর মধু মিশিয়ে তুলার বলের সাহায্যে মুখে আলতো করে লাগান। আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন ২ মিনিট। পুনরায় কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিন।
এছাড়া চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে হালকা স্ক্র্যাব করে নিতে পারেন।
সবশেষে ময়দা ও দুধ দিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ শুকনো হয়ে এলে ছোট রুমাল ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন।