রাজধানীর মিরপুরে ওয়াসার স্যুয়ারেজের নতুন লাইন বসাতে গিয়ে তিতাসের ছয় ইঞ্চি গ্যাসের পাইপলাইন কেটে ফেলেছেন শ্রমিকরা। লাইন কেটে যাওয়ায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। অনেক এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে। শুক্রবার (২৬ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এখন লাইন মেরামতের কাজ চলছে।
হঠাৎ করইে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মিরপুর ও মোহাম্মদপুররের বাসিন্দারা। । এখন শেওড়াপাড়ায় গ্যাসের পাইপলাইন মেরামতের কাজ চলছ। দুপুর ১টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস।
এ বিষয়ে জানতে চাইলে তিতাসের পরিচালক (অপারশেন) রানা আকবর হায়দারি বলেন, ‘ওয়াসার লোকজন ভোর সাড়ে ৫টার দিকে কাজ করতে গিয়ে হুট করেই আমাদের ছয় ইঞ্চি লাইনসহ বাসাবাড়িতে সরবরাহ করা লাইনগুলো কেটে উঠিয়ে ফেলেছে। এরপর খবর পেয়ে আমরা প্রথমে গ্যাস সরবরাহ বন্ধ করার চেষ্টা করি। পরে মিরপুর ও আমিন বাজারের পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। এখন ওয়েল্ডিংয়ে কাজ চলছে। ছয় ইঞ্চি লাইন ওয়েল্ডিং করতে হচ্ছে। এছাড়া দুই ইঞ্চি পাইপলাইন দিয়ে বাসাবাড়িতে দেওয়া হয় সেগুলোও জয়েন করতে হচ্ছে।
আশা করছি, দুপুর ১টা নাগাদ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।