করোনাভাইরাস নামক এক ক্ষুদ্র অণুজীবের কাছে জিম্মি হয়ে আছে গোটা মানব সভ্যতা। থমকে গেছে পৃথিবী আ আমাদের স্বাভাবিক জীবনযাপনে। খুব বেশি প্রয়োজন না হলে আর কেউ বের হইনা আমরা। আর তাই অনেকেরই পার্লারেও যাওয়া হয়না অনেকদিন ধরেই।
ফলে মুখের অবাঞ্ছিত লোম নিয়ে বিপদে পরতে হয় অনেককেই। এ বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনিও। আর তার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়।
এ পদ্ধতিগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ৮-৯ টেবিল চামচ পানি দুই চামচ চিনি ও লেবুর রস নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিন। এরপর বুদবুদ ওঠা পর্যন্ত গরম করে নিন। তারপর ঠান্ডা করে ২০ থেকে ২৫ মিনিট লোমে মাখিয়ে রাখতে হবে। ধোয়ার সময় ঠান্ডা পানি দিয়ে বৃত্তাকারে ঘষে তা ওঠাতে হবে।
এছাড়া টমেটোর ব্যবহারও করা যেতে পারে। টমেটোর রস আমাদের ত্বকের জন্য খুবই দরকারি। টমেটো ও লেবুর রস দিয়ে বানানো স্ক্র্যাব আমাদের মুখের লোম দূর করতে সাহায্য করে।
এছাড়াও আরো একটি উপাদান রয়েছে। লেবু আর টমেটোর মেলবন্ধনই আপনাকে এ সমস্যার হাত থেকে রেহাই দেবে। এই দুইয়ে মিলে তৈরি করে নিন এক অসাধারণ স্ক্রাব। এর জন্য টমেটোর রস আর লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে তাতে ১ চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন।
এবার পেস্টটি লোমের অংশে মোটা করে লাগিয়ে নিন। এভাবে ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন।
দেখবেন ম্যাজিকের মতোই মুখের অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।