মুহূর্তেই ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো মসজিদের গম্বুজ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


১৮২৩ লাল বেলে পাথরের নির্মিত ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ২০০ বছর পুরনো মুবারক বেগম মসজিদটির প্রধান গম্বুজ শহরে ভারি বৃষ্টির ফলে ভেঙে গেছে। রোববার ভোরের দিকে গম্বুজটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন মসজিদের ইমাম।

জানা যায়, দিল্লির পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম।

এদিকে রোববার বন্যায় দিল্লিতে দুই জনের প্রাণহানি হয়েছে। সেইসাথে বেশ কিছু বাড়ি ও গাছ ভেঙে গেছে। অত্যাধিক বৃষ্টির কারণে দিল্লির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু এলাকায় এতটাই পানি হয়ে যায় যে, আস্ত একটি বাস পানিতে ডুবে যায়।

মসজিদের ৪৫ বছরের ইমাম মোহাম্মদ জাহিদ আনাদোলু এজেন্সিকে বলেছেন, ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে প্রচণ্ড শব্দে গম্বুজ ভেঙে পড়ে। ভেঙে পড়ার সময় আমি মসজিদের ভেতরে ঘুমাচ্ছিলাম। মসজিদটিতে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সূত্র : ডেইলি হান্ট।