জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানকে এবার উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। শনিবার (৯ মে) মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে অসুস্থ হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড.আনিসুজ্জামান। ডা. আশীষ কুমার চক্রবর্তী জানানপরিবারের ইচ্ছাতে তাকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে আজ সিএমএইচে নেওয়া হয়েছে।
তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান হার্ট, কিডনিসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। চিকিৎসার পর এখন এমনিতে ভালো আছেন, তবে তার কিছুটা স্মৃতিভ্রষ্টতার সমস্যা দেখা দিয়েছে।
এখন যাকে চিনতে পারছেন কিছুক্ষণ পর পারছেন না। মাঝে মাঝে অসংলগ্ন কথা বলছেন। সেজন্য পরিবার থেকে তাকে সিএমএইচে নেওয়ার কথা ভাবা হয়। আমরা এতে অনুমতি দেই। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে জাতীয় এই অধ্যাপককে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।