২৩ জুলাই, আজকের রাশিফল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


আজ ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

কর্ম ও আর্থিক ক্ষেত্রে উৎসাহ বাড়বে। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। গৃহপরিবেশ শুভাশুভ মিশ্র। প্রিয় মানুষের স্বাস্থ্যের অবনতি। মন ভালো রাখুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

বৈদেশিক কাজে অগ্রগতি। শিক্ষার্থীরা পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। মানসিক স্থিরতা প্রয়োজন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও আর্থিক চাপ থাকবে। পূর্বের ভুল সংশোধন করতে পারবেন। নিকটজনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবতে পারেন। কাজে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের বাধা মিটবে। নিজের শক্তিকে উপলব্ধি করতে পারবেন। রোমান্স শুভ।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল 

মানসিক চাপ থাকলেও কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে। কর্মপরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হতে পারে। সময়ের সঠিক ব্যবহার করুন। সুস্থ থাকুন।

বৃষ : ২১ মার্চ-২০ এপ্রিল 

কাজের স্বীকৃতি পাবেন। সামাজিক যোগাযোগ বাড়বে। কর্মস্থলে প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। ব্যাবসায়িক সিদ্ধান্তের কারণে লাভবান হবেন। বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।

মিথুন : ২১ মে-২০ জুন 

জমি ও আবাসনসংক্রান্ত আলোচনায় অগ্রগতি। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। আর্থিক অবস্থা গতানুগতিক। স্বাস্থ্য রক্ষায় মনোযোগ দিন।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় চিন্তামুক্ত ও নতুন যোগাযোগ বাড়বে। ব্যবসায় উন্নতির যোগ আছে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

আর্থিক উন্নতির সম্ভাবনা। অন্যকে প্রভাবিত করে কাজের অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। অন্যের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারবেন।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। আর্থিক চাপ থাকলেও কিছু অর্থ হাতে আসবে। নতুন অভিজ্ঞতা দূর ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগবে। আলস্যকে প্রশ্রয় দেবেন না। প্রিয়জনের কাছে থাকুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

পরিবেশ অনুকূলে থাকলেও কাজের চাপ বিরক্তির কারণ হবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব। ব্যয় বাড়বে। কারো সঙ্গে মতান্তর ঘটবে। ইতিবাচক মনোভাবে লাভবান হবেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। কোনো বন্ধুর সহযোগিতার আশ্বাস পাবেন। পুরনো সমস্যা কিছুটা মিটবে। শরীরের যত্ন নেবেন।