৫ আগস্ট, আজকের রাশিফল


রাশিফল #paperslife
রাশিফল

আজ ৫ আগস্ট ২০২০, বুধবার। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

অধীনস্থদের কাজে লাগানো সহজ হবে না। পেশাজীবীদের আজ তাদের কাজে আরও বেশি মনোযোগ দিলে আর্থিক দিকে লাভবান হবেন। প্রিয়জনের মন রক্ষা করে চলতে পারলে আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

পেশাজীবীদের আজ নতুন কোনো পেশায় হাত দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে লেনদেনে সতর্ক থাকতে হবে। মহিলাদের আজ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কেউ কেউ আজ প্রেমে জড়িয়ে পড়তে পারেন।

মিথুন : ২১ মে-২০ জু

একটু উদ্যোগ নিলে দিনের শুরুতেই আর্থিক সমস্যা সমাধান হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সমঝোতা করে হাসি-খুশি থাকার চেষ্টা আগামী দিনগুলোয় আন্তরিকতাকে বাড়িয়ে দেবে। বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে বিরত থাকা ভালো।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

কর্মক্ষেত্রে আজ নতুন কিছু করার উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। কর্মস্থলের সর্বোচ্চ কর্মকর্তার মন রক্ষা করে চলার চেষ্টা করুন। কৌশলী না হলে বিয়ে ও প্রেমের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

কর্মস্থলে বা পারিবারিক ক্ষেত্রে হোক বয়স্ক কারও সঙ্গেই উত্তেজনা বাড়তে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন। শুভ কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেরসহ পরিবারের কারও বিয়ের আলোচনায় কৌশলী হতে হবে।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

শিক্ষা, শিল্প ও সাহিত্য ক্ষেত্রের ব্যক্তিবর্গের জন্য দিনটি আজ উল্লেখযোগ্য দিন। আজ কৃতকর্মের জন্য সম্মানিত হওয়ার সুযোগ আসবে। মাথা ঠাণ্ডা রাখুন ও পরিবারের সবাই একসঙ্গে থাকার চেষ্টা করুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

কোনো কারণে হঠাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী বা সন্তান কারও স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

নিজের ব্যক্তিগত কাজগুলো আজ দিনের শুরুতেই সেরে নেয়ার চেষ্টা করুন। এ ক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহযোগিতা না চাওয়াই উত্তম হবে। তরুণদের আজ সামাজিক কাজে মনোনিবেশ কল্যাণ বয়ে আনবে। পানাহারে সতর্ক থাকুন।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

পারিবারিক ব্যাপারে কারও অবহেলা মানসিক অশান্তির কারণ হতে পারে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে না জড়ানোই উত্তম হবে। কারিগরি যে কোনো কাজে মনোযোগ দিলে সফল হতে পারেন। যাত্রাপথে সাবধান থাকুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জটিল কোনো কাজ সম্পাদনে আজ বয়স্ক ও প্রভাবশালীদের মতামতকে গুরুত্ব দিন। সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে সময়মতো পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। প্রেম ও রোমান্টিক বিষয় শুভ।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

কর্মস্থলের পুরনো কোনো বিরোধের অবসানে নতুন পদস্থ কারও সহযোগিতা পাওয়া সহজ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের প্রেমের বিষয়টি আজ বিয়ের দিকে রূপান্তর লাভ করতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

নিজের সব ধরনের কাজ আজ পরিবারের অধস্তন কাউকে নিয়ে সম্পাদনের চেষ্টা করলে ভালো করবেন। জমিজমা সংক্রান্ত ব্যাপারে পুরনো কোনো শত্রু আজ সক্রিয় হয়ে উঠতে পারে।