যেখানে আর্জেন্টিনা ৫৬, ব্রাজিল ৬৯ অবস্থানে


paperslife


ফুটবল দুনিয়ায় খুব বেশি পরিচিত নাম আর্জেন্টিনা ও ব্রাজিল। ফুটবল বিশ্বকাপের সময় দুই দলের সমর্থকদের মধ্যে চলে রেষারেষি, একে অন্যকে সেরা করার প্রচেষ্টা। কিন্তু জানেন কি? এই দুই দল ক্রিকেট খেলে?

আপনি নাও জানতে পারেন। তবে সত্যিকার অর্থেই বর্তমানে ক্রিকেট খেলে ফুটবল বিশ্বের এই দুই পরাশক্তি। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে এই দুটি দল।

যেখানে ৫৬ নম্বর অবস্থানে আছে আর্জেন্টিনা এবং তার ১৩ ধাপ পেছনে অবস্থান করছে ব্রাজিল। এছাড়াও সেই র্যাঙ্কিংয়ে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, সৌদি আরবের মত দেশগুলোও অবস্থান করছে।

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছিল পূর্ণ সদস্যদের পাশাপাশি সহযোগী সবগুলো দেশকেই টি-টোয়েন্টি স্ট্যাটাস দেবে। সেই ফলশ্রুতিতে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরমেটে ৮০ দলের অবস্থান ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

যেখানে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। বাংলাদেশের অবস্থান দশে। এছাড়া আফগানিস্তান নিজেদের ইতিহাসে সেরা সপ্তম স্থানে অবস্থান করছে।

এই র্যাঙ্কিংয়ের প্রথম শর্ত ছিল ২০১৬ সালের পর থেকে কমপক্ষে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। এই শর্ত অনুযায়ী সম্প্রতি আইসিসি সদস্যপদ পাওয়া আইসল্যান্ড, সাইপ্রাস, এস্তোনিয়া, গ্রিস, ইতালি, নরওয়ে, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, তুর্কি, ক্যামেরুন এবং বারমুডা র্যাঙ্কিংয়ে অবস্থান করতে এখনও পর্যাপ্ত ম্যাচ খেলেনি।

টি-টোয়েন্টিতে ৮০ দল ও তাদের অবস্থান:

১. পাকিস্তান- ২৮৬

২. দক্ষিণ আফ্রিকা- ২৬২

৩. ইংল্যান্ড- ২৬১

৪. অস্ট্রেলিয়া- ২৬১

৫. ভারত- ২৬০

৬. নিউজিল্যান্ড- ২৫৪

৭. আফগানিস্তান- ২৪১

৮. শ্রীলঙ্কা- ২২৭

৯. ওয়েস্ট ইন্ডিজ- ২২৬

১০. বাংলাদেশ- ২২০

১১. নেপাল- ২১২

১২. স্কটল্যান্ড- ১৯৯

১৩. জিম্বাবুয়ে- ১৯২

১৪. নেদারল্যান্ডস- ১৮৭

১৫. আয়ারল্যান্ড- ১২

১৬. আরব আমিরাত- ১৮১

১৭. পাপুয়া নিউগিনি- ১৭২

১৮. ওমান- ১৫৫

১৯. হংকং- ১৫২

২০. নামিবিয়া- ১৪১

২১. কাতার- ১২৯

২২. সৌদি আরব- ১২১

২৩. সিংগাপুর- ১১৮

২৪. ডেনমার্ক- ১১৬

২৫. কানাডা- ১১১

২৬. জার্সি- ১০৬

২৭. কুয়েত- ১০৪

২৮. ঘানা- ১০০

২৯. কেনিয়া- ৯৫

৩০. সোয়ানা- ৯৩

৩১. যুক্তরাষ্ট্র- ৮৪

৩২. অস্ট্রিয়া- ৭৩

৩৩. মালয়েশিয়া- ৭৩

৩৪. গার্নসি- ৬৮

৩৫. উগান্ডা- ৬৮

৩৬. জার্মানি- ৬৪

৩৭. সুইডেন- ৫৮

৩৮. তানজানিয়া- ৫৬

৩৯. নাইজেরিয়া- ৫৫

৪০. লুক্সেমবার্গ- ৫৫

৪১. স্পেইন- ৫৩

৪২. ফিলিপাইন- ৪৮

৪৩. ফ্রান্স- ৪৫

৪৪. বেলিজ- ৪২

৪৫. বেলজিয়াম- ৪০

৪৬. পেরু- ৪০

৪৭. বাহরাইন- ৩৭

৪৮. মেক্সিকো- ৩৬

৪৯. ফিজি- ৩৫

৫০. সামোয়া- ৩৪

৫১. ভানুয়াটু- ৩৩

৫২. পানামা- ৩২

৫৩. জাপান- ৩২

৫৪. কোস্টা রিকা- ৩২

৫৫. থাইল্যান্ড- ৩১

৫৬. আর্জেন্টিনা- ৩১

৫৭. হাঙ্গেরি- ৩০

৫৮. মোজাম্বিক- ২৯

৫৯. চিলি- ২৫

৬০. মালাবি- ২৫

৬১. ইসরায়েল- ২৫

৬২. ভুটান- ২৩

৬৩. ফিনল্যান্ড- ২২

৬৪. দক্ষিণ কোরিয়া- ২২

৬৫. আইসল অব ম্যান- ২১

৬৬. মাল্টা- ১৪

৬৭. বুলগেরিয়া- ১৪

৬৮. সিয়েরা লিওন- ১২

৬৯. ব্রাজিল- ১২

৭০. চেক রিপাবলিক- ৯

৭১. সেইন্ট হেলেনা- ৯

৭২. মালদ্বীপ- ৮

৭৩. জিব্রাল্টার- ৪

৭৪. মায়ানমার- ৩

৭৫. ইন্দোনেশিয়া- ০

৭৬. চায়না- ০

৭৭. গাম্বিয়া- ০

৭৮. সোয়াজিল্যান্ড- ০

৭৯. রুয়ান্ডা- ০

৮০. লেসোথো- ০

 

আরো পড়ুন :