বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাবে অস্ট্রেলিয়ায় আটকে পড়া আরও ১৫৭ বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে করে আগামী শনিবার দেশে ফিরবেন।
শুক্রবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা শ্রীলঙ্কান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এই বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরতে নিবন্ধন করেন ৩৪০ বাংলাদেশি।