আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফী। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে আনাস মাদানী জানিয়েছেন বর্তমানে আহমদ শফী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আনাস মাদানী বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থবোধ করলে উনাকে চেকআপের জন্য হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। উনার শারীরিক অবস্থা ভালো আছে বলে তিনি জানান।
৯৫ বছর বয়সী আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়ে হেফাজত আমিরকে গত এক বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।