করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকা ৪ জেলার ৭ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের ৭টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।
এর আগে সোমবার রাতে ৫ জেলার ১১টি ও রোববার ১০ জেলার ২৭টি এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এনিয়ে ১৯ জেলার ৪৫ এলাকাকে রেড জোন করে সাধারণ ছুটি ঘোষণা করা হল। এদিকে, যশোরের রেড জোন এলাকায় কঠোর লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যেসব এলাকায় সাধারণ ছুটি থাকবে সেগুলো হল- কক্সবাজার জেলার সদর উপজেলার কক্সবাজার পৌরসভা, টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার, পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার এলাকা।
২৪ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। মাগুরা জেলার ঢাকা-ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়ক এলাকাসংলগ্ন মাগুরা পৌরসভার একতা কাঁচাবাজার ও ডায়না মোড়ের দক্ষিণে ৪নং ওয়ার্ডের খানপাড়া এবং পিটিআইপাড়া এলাকা।
এসব এলাকায় ২৪ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪নং ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন এলাকা। ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন এলাকায় ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।