করোনাভাইরাসের কারণে থমকে গিয়েছিল ইতালি। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছিল একের পর এক লাশ। প্রতিনিয়ত বাড়ছিল আক্রান্তের সংখ্যা।
এক টানা অনেকদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা ইতালিতে এখন কমতে শুরু করেছে ভাইরাসটির সংক্রমণ। গত একদিনে আক্রান্তের চেয়ে চারগুণ বেশি রোগী সুস্থ হয়েছে।
বুধবার ইতালির সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা আগের দিন অর্থাৎ মঙ্গলবারের চেয়ে ২ হাজার ৮০৯ জন কমেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৮ জন। বিপরীতে একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫০২ জন কোভিড-১৯ রোগী। মারা গেছে ১৯৫ জন।
প্রাণঘাতী করোনাভাইরাস চীনের উহান থেকে ছড়িয়ে পড়লেও, ইতালিতে মহামারি আকার ধারণ করেছিল। ইতালিতে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন।
মারা গেছে ৩১ হাজার ১০৬ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৫৪১ জন চিকিৎসা শেষে এখন সুস্থ। হিসাব অনুযায়ী, দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৮ হাজার ৪৫৭ জন।