ইবাদতের জন্য মসজিদ খুলে দিল ইরান


iran mosque#paperslife


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। এরই মধ্যে রমজান মাসের ইবাদতের জন্য সকল মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকার। মঙ্গলবার (১২ মে) থেকে ইরানের সকল মসজিদ খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি।

এ বিষয়ে ইরান ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান হোজাত ইসলাম মোহাম্মদ জানিয়েছেন, ‘রোজার মাসের শেষ দশ দিন ইবাদতকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টাতে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারে সেজন্যএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে, মসজিদে যাওয়া মুসল্লিদের কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। যেমন- মুখোশ এবং গ্লাভস পরা, জুতাগুলোর জন্য ওয়ানটাইম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা, মসজিদের ভিতরে খাবার বা পানীয় পরিবেশন করা থেকে বিরত থাকা এবং অংশগ্রহণকারীদের হাত স্যানিটাইজ করার পরে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া। চলতি সপ্তাহে ইরানে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যার তীব্রতা সত্ত্বেও মসজিদ পুনরায় খোলার সিদ্ধান্তটি এসেছে।

সোমবার, ইরানি কর্তৃপক্ষ দেশজুড়ে ৪৫ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৮৩ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার করোনার প্রকোপে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। সেইসাথে আগামী সপ্তাহ থেকে ইরানের সব স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

ইরানের এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৭৩৩ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭৬৭ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৮৮ হাজার ৩৫৭ জন।

 

সূত্র- আনাদুলে এজেন্সি।